লবণঃ কোন অজৈব এসিডের অণুতে উপস্থিত
হাইড্রোজেন পরমাণু বা পরমাণুগুলোকে আংশিক বা
সম্পুর্নরূপে কোন সক্রিয় ধাতু বা ধনাত্মক
যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ উৎপন্ন হয়
,তাকে লবণ বলে।যেমন ZnSO4 ,NH4Cl,NaCl,KNO3 ইত্যাদি।
লবণের শ্রেণিবিভাগঃ অজৈব লবণগুলোকে
এদের গঠন অনুসারে নিম্নোক্ত ৬ টি শ্রেনিতে বিভক্ত করা যায়।যথাঃ-
১।পূর্ণ লবণ : NaCl, KNO3, ZnSO4, NH4Cl, CaCO3, Ca3(PO4)2
২।অম্লীয় লবণ : NaHSO4, Ca(HCO3), Na2HPO4 ইত্যাদি
৩।ক্ষারকীয় লবণ : CuCO3, Cu(OH)2 ইত্যাদি
৪।যুগ্ম লবণ : K2SO4.Al2(SO4)3.24H2O ফিটকিরি( দুটি পূর্ণ
লবণ থেকে উৎপন্ন হয়)
৫।মিশ্র লবণ : NaKSO4 , Ca(OCl)Cl ব্লিচিং পাউডার (এতে ২টি
ধনাত্মক বা ২ টি ঋণাত্মক মূলক থাকে)
৬।জটিল লবণ : k4[Fe(CN6)] (পটাশিয়াম ফেরো সায়ানাইড)
Thnx
ReplyDeleteThanks...
ReplyDeleteGreat and that i have a super offer you: Whole House Renovation Cost Calculator Canada 1970's split level remodel
ReplyDelete